Main Comtent Skiped
Wellcome to National Portal

অফিস সম্পর্কিত

স্থাপিত : ১৯৫৭ ইং

পরিকল্পনা গ্রহন    ঃ ডাঃ মোহাম্মদ হোসেন গাংগুলী, সিভিল সার্জন, পাবনা।

 

মোট জমি :  ১১১.২৫ একর
  (তম্মধ্যে ৩০ একর জমি পাবনা মেডিকেল কলেজকে হস্তান্তর করা হইয়াছে)
ইমারত  : একতলা, দো-তলা এবং তিন তলা ভবন সমূহ রহিয়াছে। মোট ওয়ার্ডের সংখ্যাঃ ১৮টি (মাদকাসক্ত নিরাময় ওয়ার্ডসহ)
 শয্যা সংখ্যা : ৫০০ টি
          পেয়িং শয্যা ১৫০টি (তম্মধ্যে ৩০ টি উন্নয়ন খাত)
          নন পেয়িং শয্যা ৩৫০টি (তম্মধ্যে ৭০ টি উন্নয়ন খাত)

চিকিৎসা ব্যবস্থা    ঃ বহির্বিভাগ, অন্তঃ বিভাগ, বৃত্তিমূলক ও বিনোদন মূলক চিকিৎসা বিভাগ।
 পরীক্ষা নিরীক্ষা    ঃ এক্স-রে, প্যাথলজি, ইসিজি, ইইজি
 প্রশিক্ষণ কার্যক্রম  ঃ চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, প্যারামেডিক্স, সেবক/সেবিকা। তাহা ছাড়া এনজিও প্রতিষ্ঠান হইতে
  অকুপেশন থেরাপী ও ফিজিও থেরাপী বিষয়ে প্রশিক্ষণার্থীগন ব্যবহারিক প্রশিক্ষণের জন্য এই হাসপাতালকে  
  নির্বাচন করিয়া থাকেন।

গবেযণা ও প্রকাশনা